স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ নির্বাচন-২০২১ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এডভোকেট বিকাশ চন্দ্র রায় ও এডভোকেট আবদুর রহমান আল হুসাইন তাজ প্যানেল নিরঙ্কুশভাবে বিজয় লাভ করেছে।
নির্বাচনে ১৫টি পদের মধ্যে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৪টি পদে এবং বিএনপি সমর্থিত প্যানেলে সদস্য পদে একটি মাত্র পদে আহসান উল্লাহ আনার বিজয়ী হয়েছেন।
সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সমিতির শহীদ এডভোকেট আমিনুল হক ভবনের (৩নং ভবন) ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সমিতির মোট ৮শ ৯৪ জন ভোটারের মধ্যে ৮২৪জন ভোটার ভোট প্রদান করেছেন।
ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির নির্বাচনে প্রতিবারের নির্বাচনে ২টি প্যানেলের পৃথক দুটি প্রার্থীগণের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে ৩টি প্যানেল।
প্যানেল ৩টি হচ্ছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামীলীগ সমর্থিত) এডভোকেট বিকাশ চন্দ্র রায় (সভাপতিপদে) এডভোকেট আবদুর রহমান আল হুসাইন তাজ (সাঃ সম্পাদক পদে) প্যানেল। সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত (বিএনপি) এডভোকেট শ্রী বাঁধন কুমার গোস্বামী (সভাপতি পদে) এডভোকেট এসআইএম মঞ্জুরুল হক বাচ্চু (সাঃ সম্পাদক পদে) প্যানেল এবং একই পরিষদ মনোনীত এডভোকেট মোঃ নূরুল হক (সভাপতি) এডভোকেট মোঃ আনোয়ার আজিজ টুটুল (সাঃ সম্পাদক পদে) প্যানেল।
নির্বাচনে বিকাশ-তাজ প্যানেলে অন্যান্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম চুন্নু ও এডভোকেট মোঃ এমদাদুল হক, সহ-সম্পাদক এডভোকেট বাছিরুল করিম লিটন, এডভোকেট তোফাজ্জল হোসেন খান তাপস ও এডভোকেট মোঃ আব্দুল কাদির খান। অডিটর পদে এডভোকেট আব্দুল কাইয়ুম বিজয়ী হয়েছেন।
এছাড়া সদস্য পদে এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান, এডভোকেট মিসেস অনিমা দেবনাথ, এডভোকেট মোঃ হেলাল উদ্দিন তালুকদার, এডভোকেট মোঃ মাহবুব আলম (মামুন), এডভোকেট মোঃ আশরাফ হোসেন (বুলবুল) ও এডভোকেট রফিকুল ইসলাম (তারা)। নির্বাচনে রিটানিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মোঃ নুরুল হক।