স্বজন ডেক্স : করোনা ভাইরাসে গত কয়েকদিন শনাক্ত নিম্নমুখী থাকলেও গতকাল (সোমবার) থেকে আজ (মঙ্গলবার) আবারও তা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৯১৪ জন; যা গতকাল ছিলো ১ হাজার ৭৩৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন।এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬১ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১১ হাজার ৭০৫ জনের।
মঙ্গলবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৪২০টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৯৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হর ৮.৭১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৮২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৮৭০ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছয় লাখ ৯৫ হাজার ৩২ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬১ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্র্ধ্ব ৪৪ জন রয়েছেন।