আমি আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে এসেছি – নকলায় মতিয়া চৌধুরী

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মে ৭, ২০২১

জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার :

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, আমি আমার নিজ সংসদীয় এলাকার গরীর, দুখী ও অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে চাই। তাই আপনাদের কাছে চলা আসা। আমি আমার নিজস্ব তহবিল থেকে যা পেরেছি তা নিয়েই আপনাদের মাঝে ছুটে এসেছি।

মতিয়া চৌধুরী ৭ মে শুক্রবার সকালে শেরপুরের নকলায় গণপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ইদুল ফিতর উপলে গণপদ্দী ডিজিটাল ইউনিয়নের গরীর, দুখী ও অসহায় মহিলাদের মাঝে নিজস্ব তহবিল থেকে ক্রয়কৃত শাড়ি কাপড় ও মাস্ক বিতরণকালে এসব কথা বলেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সবসময় দেশের কথা ভাবেন, দেশের জনগণের কথা ভাবেন। এজন্য তিনি দেশকে এবং দেশের জনগণকে অনেক কিছুই দিতে পেরেছেন এবং দিচ্ছেন।

মতিয়া চৌধুরি বলেন, করোনা বিপদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন তা নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে।

ওই সময় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমানসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।