দেড় মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু ৬৭ জন

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১

স্বজন ডেক্স : সারাদেশে করোনায় দেড় মাসের মধ্যে সর্বোচ্চ ৬৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৭ জন।

শনিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৬৬ জনের এবং মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৪৮ হাজার ২৭ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৫ জন এবং এখন পর্যন্ত সুস্থ ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৯৪৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬৯৪টি। এখন পর্যন্ত ৬৩ লাখ ৫ হাজার ৫০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৮ দশমিক ০২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৪৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯২ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং নারী ৩৩ জন। এখন পর্যন্ত পুরুষ ৯ হাজার ৬৫৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৮০৯ জন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৪ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ২৪ জন, সিলেটে ১ জন, ময়মনসিংহে ১ জন এবং রংপুরে ৮ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৫৭ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৭ জন এবং ৩ জন বাসায় মৃত্যুবরণ করেছেন।