স্বজন ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন আর এসময় করোনায় শনাক্ত হয়েছেন ৬১৭ জন।
রবিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার দুই দশমিক ৯০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৬১৭ জনকে নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। এদের নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৭ হাজার ৫৭৩ জন।
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১২ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ১৬০টি আর নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ২৪৬টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৭ লাখ ৯৪ হাজার ৪৯০টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭২ লাখ ১০ হাজার ৬৯৯টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ লাখ ৮৩ হাজার ৭৯১টি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে পুরুষ ৯ জন, নারীও ৯ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৬৯২ জন আর নারী ৯ হাজার ৮৮১ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে রয়েছেন দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে একজন।
এদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আছেন সাত জন করে, রাজশাহী ও খুলনা বিভাগের আছেন দুই জন করে।
১৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৫ জন আর বেসরকারি হাসপাতালে তিন জন।