স্বজন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে পাপুয়া নিউগিনকে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করলো বাংলাদেশ । প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহর ৫০ ও সাকিবের ৪৬ রানে ভর করে বিশ্বকাপের এ আসরে নিজেদের সর্বোচ্চ ১৮১ রান সংগ্রহ করে টাইগাররা।
জবাবে ব্যাট করতে নেমে ৯৭ রানেই গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি।
সাকিব ৪৬ রান করার পর বল হাতে চার ওভারে ৯ রান দিয়ে নেন ৪ উইকেট। টানা দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন বাঁহাতি অলরাউন্ডার। তার দুর্দান্ত বোলিংয়ে ২৯ রানেই সাত উইকেট হারায় পাপুয়া নিউ গিনি। অষ্টম উইকেটে চাঁদ সোপার ও কিপলিন ডোরিগা ২৬ রানের জুটি গড়েন। ১১ রানে সোপারকে বোল্ড করে জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৫৪ রানে অষ্টম উইকেট হারানোর পর ৯৭ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউ গিনি। শেষ ওভারে তাসকিন আহমেদ দ্বিতীয় উইকেট নেন। আর কোনো ব্যাটসম্যান না থাকায় আক্ষেপে পুড়তে হয় কিপলিন ডোরিগাকে। ৪৬ রানে অপরাজিত ছিলেন তিনি।