ময়মনসিংহ নগরীর নাগরিকসেবার ব্যাপক পরিবর্তন সাধিত হবে – মেয়র টিটু

২৮ নং ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন মেয়র ইকরামুল হক টিটু। শনিবার বিকালে পৃথকভাবে প্রায় সোয়া দুই কোটি টাকার বিশাল এই কাজ দুটি উদ্বোধন করবেন হয়েছে।

 

সিটি কর্পোরেশন সুত্রে জানা গেছে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পের আওতায় আকুয়া পশ্চিম পাড়া ফুলবাড়ীয়া রোড থেকে পশ্চিম দিকে ক্যান্টনমেন্টের বাউন্ডারি পর্যন্ত এবং মসজিদের মোড় থেকে ইসমাইলের বাড়ি পর্যন্ত ১ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে ৭৯০ মিটার দীর্ঘ বিসি রোড এবং সিটি কর্পোরেশনের নিজস্ব বরাদ্দে ৮৩ লক্ষ টাকা ব্যয়ে আকুয়া সিটি কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ, ড্রেন, মাটি ভরাট ও প্রধান ফটকের নির্মাণ কজের উদ্বোধন করা হয় ।

 

উদ্বোধনকালে মেয়র বলেন, আমরা সৌভাগ্যবান যে, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তি উদযাপন করতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান আজ ঈর্ষণীয়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে যে উন্নয়ন শুরু হয়েছে এ ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই আধুনিক, উন্নত বাংলাদেশের স্বপ্নকে অর্জন করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় ময়মনসিংহ সিটিতে যে উন্নয়ন কার্যক্রমসমূহ চলমান আছে। যে সকল উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে এগুলোর বাস্তবায়ন হলে আধুনিক ও উন্নত ময়মনসিংহের স্বপ্ন দ্রুত অর্জন সম্ভব হবে।

 

মেয়র জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ১৫৭৫ কোটি টাকার যে প্রকল্প দিয়েছেন তার প্রায় ৩০০ কোটি টাকা কাজের টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে এ প্রকল্পের আওতায় উন্নয়ন কাজ শুরু হয়েছে। মেয়র আশা করেন, এ প্রকল্পের মাধ্যমে সিটি কর্পোরেশেনের ওয়ার্ডসমূহের, বিশেষ করে নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ড সমূহের অবকাঠামো ও নাগরিকসেবার ব্যাপক পরিবর্তন সাধিত হবে।

 

উদ্বোধনকালে, ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কায়সার জাহাঙ্গীর আকন্দ, ২৮,২৯ ও ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার-ই-জান্নাত, নির্বাহী প্রকৌশলী (বিদুৎ) জিল্লুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।