বঙ্গবন্ধুর পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনা কাজ করছেন বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পৌছেছে – ময়মনসিংহে সালমান এফ রহমান
স্টাফ রিপোর্টার : মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ অবশ্যই সোনার বাংলা হবে। বঙ্গবন্ধুর পরিকল্পনা ও নক্সা অনুযায়ী তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে চলছেন বলেই দেশ আজ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। ময়মনসিংহে অঞ্চলে শিল্পাঞ্চল নিয়ে সম্ভাবনা- সংকট- সমাধান বিষয়ে মতবিনিময় সভায় বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
দি ময়মনসিংহ চেম্বার অব কমার্সে এন্ড ইন্ডাষ্টির আয়োজনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ সাহাব উদ্দিন মিলনায়তনে দি ময়মনসিংহ চেম্বার অব কমার্সে এন্ড ইন্ডাষ্টির সভাপতি এফবিসিসিআইয়ের সহ সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আমিনুল হক শামীম সভায় সভাপতিত্ব করেন।
দি ময়মনসিংহ চেম্বার অব কমার্সে এন্ড ইন্ডাষ্টির সহ সভাপতি শংকর সাহার সঞ্চালনায় প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশের জিডিপি বেড়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়ে বর্তমানে ২৫৪০ ডলার।
আমরা নতুন বাংলাদেশে আছি, প্রধানমন্ত্রী এই নতুন বাংলাদেশ তৈরী করে দিয়েছেন। যা আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে। অর্থনীতি সম্পর্কে তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতি খাতের উন্নয়নে বেসরকারী উগ্যোক্ততাদের হাতে ছেড়ে দেন। শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নে বেসরকারীভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেন। মোবাইল ফোন, বেসরকারী টিভি, ব্যাংক, ইন্সুর্যান্স প্রতষ্ঠা করেন।
২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আবারো দেশকে পিছনের দিকে ঠেলে নেয়। তিনি আরো বলেন, ২০০৮ সালের নির্বাচনে আবারো আওয়ামী আবারো উন্নয়ন শুরু করেন। পদ্মা সেতু নিজস্ব টাকায় করেছেন। ব্রীজ, রাস্তাঘাট দৃশ্যমাণ উন্নয়ন হচ্ছে। সালমাস এফ রহমান আরো বলেন, শেখ হাসিনা বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ হবে। এ নিয়ে নানা কথা হলেও আজ ডিজিটাল বাংলাদেশ হয়েছে। ঘরে বসেই আন্তর্জাতিক বাজার থেকে ১০ লাখেরও বেশি মানুষ কাজ করছে। প্রতিটি ইউনিয়নে ফাইভার অপ্টিক্যাল হয়েছে। যা অনেক উন্নত দেশেও নেই।
তিনি আরো বলেন, আরো বেশি সংখ্যক মানুষকে কর্মসংস্থান করে দিতে প্রধানমন্ত্রী একশতটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ নিয়েছেন। এ জন্য সবার আগে বিদ্যুতের চাহিদা পুরণ করেছেন। এখন আর বিদ্যুত যায়না। বিদ্যুতের সমস্যা সমাধান ও মানুষের মাথাপিছু আয় বৃদ্ধিও ফলে দেশের মানুষের আকাঙ্খা বেড়েছে। এখন গ্রামের মানুষের ঘরে ঘরে ফ্রিজ, টিভি, এসি রয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের চাহিদা পুরণে নতুন নতুন উদ্যোগ নিয়ে ভারী ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যবসার পরিধি বেড়েছে। নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়তে এগিয়ে আসুন, সরকার আপনাদের সহযোগীতা করবে।
বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গনপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, অর্থনীতি নির্ভর উন্নত দেশ গড়তে দায়িত্বশীল ভুমিকা নিতে হবে।
এর আগে স্বাগত বক্তব্যে এফবিসিসিআইয়ের স সভাপতি মোঃ আমিনুল হক শামীম বলেন, ময়মনসিংহে অর্থনৈতিক জোন, বিসিক শিল্প নগরীর জমি সংক্রান্ত সমস্যার সমাধান, ব্রহ্মপুত্র নদেও পাশে ভারী শিল্প প্রতিষ্ঠান গড়া, ব্রহ্মপুত্র নদ খননের গতি বাড়ানো, ঢাকা-ময়মনসিংহ ফোর লেনের রাস্তা জবর দখলমুক্তকরণ, ফুটপাত উচ্ছেদ করতে হবে।
এছাড়া সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, ফাহমি গোলন্দাজ বাবেল, কাজিম উদ্দিন ধনু, মনিরা সুলতানা, ময়মনসিংহ সিটি কর্পোরেশেনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক আব্দুল হালিম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক একেএম গালিব খান, সহকারী পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য্য, শিল্পপতি বাদশা মিয়া, এম এ রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান প্রধান, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপিকে টাউনহল মাঠে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সিটি মেয়র ইকরামুল হক টিটুসহ বিশিষ্ট রাজনীতিকিবৃন্দ উপস্থিত ছিলেন।