স্বজন ডেস্ক :বগুড়ার সান্তাহারে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। কারখানা থেকে এখন পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে আদমদিঘীর ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে পৌরসভার হেমতখালী এলাকায় বিআইআরএস নামের একটি প্লাস্টিকের থালা নির্মাণ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও সেখানে কাজ চলছে।