স্টাফ রিপোর্টার : চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দা দুই উপজেলার ২০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৯জন ও স্বতন্ত্র প্রার্থী ১০জন বিজয়ী হয়েছেন। আর গৌরীপুরে সিধলা ইউনিয়ন পরিষদের ২টি কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারাকান্দা উপজেলার ১০ ইউনিয়নের ৭টিতে নৌকা ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
আমাদের তারাকান্দা উপজেলা প্রতিনিধি রফিক বিশ্বাস জানান, তারাকান্দা উপজেলার তারাকান্দা ইউনিয়নে খাদেমুল আলম শিশির (নৌকা), বানিহালায় আলতাফ হোসেন খন্দকার (নৌকা), গালাগাঁওয়ে আব্দুর রহমান (নৌকা), ঢাকুয়ায় ইকরামুল হক তালুকদার (নৌকা), রামপুরে আজিজুর রহমান বুলে (নৌকা), কামারিয়ায় আজারুল ইসলাম সরকার (নৌকা), বালিখাঁয় শামছুল আলম (নৌকা), কামারগাঁওয়ে নাইমুর রহমান উজ্জল (চশমা), বিসকায় শাকের আহমেদ বাবুল (ঘোড়া), কাকনীতে আ. খালেক তালুকদার (ঘোড়া) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
গৌরীপুর উপজেলায় ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দু’টিতে আ’লীগ, আওয়ামী লীগ বিদ্রোহী ৩জন, বিএনপির ২জন ও স্বতন্ত্র ২জন ও একটি স্থগিত।
আমাদের গৌরীপুর উপজেলা প্রতিনিধি মো. রইছ উদ্দিন জানান, গেৌপরীপুর উপজেলার ১নং মইলাকান্দা ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বর্তমান চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদ (স্বতন্ত্র), ২নং গৌরীপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. হযরত আলী (আ’লীগ), ৩নং অচিন্তপুর ইউনিয়নে বিএনপি নেতা মো. জায়েদুর রহমান (স্বতন্ত্র), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি (সাময়িক বরখাস্ত) মোহাম্মদ আল ফারুক (স্বতন্ত্র, আ’লীগ বিদ্রোহী), ৫নং সহনাটী ইউনিয়ন পরিষদে আ’লীগের প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল, ৬নং বোকাইনগর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল মোক্তাদির শাহীন (স্বতন্ত্র, আ’লীগ বিদ্রোহী), ৭নং রামগোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি (আ’লীগ বিদ্রোহী), ৮নং ডৌহাখলা ইউনিয়নে মো. কাইয়ুম (স্বতন্ত্র প্রার্থী), ৯নং ভাংনামারী ইউনিয়নে মো. নেজামুল হক (স্বতন্ত্র)প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।