স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের কৃতিসন্তান ও গুনীজন দুই কিংবদন্তী নেতা- সহ সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পেলেন একুশে পদক।
ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য, ময়মনসিংহ জেলা বারের সাবেক সভাপতি, ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা এম.এ. মতিন ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ সরকার একুশে পদক (ভাষা আন্দোলন- মরণোত্তর) এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক ধর্মমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মতিউর রহমান মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক (মুক্তিযুদ্ধ) প্রদান করার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
৩ ফেব্রুয়ারী/২২ সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
উল্লেখ্য ময়মনসিংহের দুই কিংবদন্তী নেতা- সহ সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিককে ২০২২ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।