টানা তৃতীয় মৃত্যুহীন দিন, শনাক্ত ৬৫ জন

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২২

স্বজন ডেস্ক : দেশে করোনার সংক্রমণ কমছে। কমছে নতুন রোগী শনাক্ত, সেই সঙ্গে কোনও কোনও দিন করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুহীন দিনও দেখছে বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় (২৫ মার্চ সকাল ৮টা থেকে ২৬ মার্চ সকাল ৮টা) করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে ফের টানা তৃতীয় দিনের মতো করোনাতে মৃত্যু নেই। এর আগে, গত দুই দিন ধরে করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় তার আগের দিনের তুলনায় করোনাতে নতুন রোগী শনাক্ত কমেছে, কমেছে শনাক্তের হারও।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে কারও মৃত্যু হয়নি। এর আগে, গত ২৫ এবং ২৪ মার্চেও দেশ করোনাতে মৃত্যুহীন ছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৫ জন, গতকাল ১০২ জনের কথা জানিয়েছিল অধিদফতর। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ, গতকাল যা ছিল এক দশমিক শূন্য তিন শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ৬৫ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ২৩৯ জন আর মারা গেলেন ২৯ হাজার ১১৮ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৮৩ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৭৭ হাজার ১৩১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে সাত হাজার ২৩৪টি আর পরীক্ষা হয়েছে সাত হাজার ৩৩৬টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৯৮৩টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৪৮ হাজার পাঁচটি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ লাখ ৩১ হাজার ৯৭৮টি।

দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২০ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।