বিজয়নগরে টিভির শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২

স্বজন ডেস্ক : রাজধানীর বিজয়নগরে হোটেল ‘হোটেল ৭১’ এর পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের শোরুমে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ আগুন লাগে।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিজয়নগরের ওই ভবনে আগুনের ঘটনা ঘটে। ভবনটিতে খাওয়ার আড্ডা নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। সেই ভবনের ওপর তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সর্বশেষ ১৩ টি ইউনিট কাজ করছে। এর আগে আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ শুরু করে।

জানা গেছে, ভবনটিতে হামিম ইলেকট্রনিক্সের গোডাউন রয়েছে। খাওয়ার আড্ডা রেস্টুরেন্টের ভবনের দুই তলার ছাদের ওপর টিনশেড ঘর। ওই ঘরে টিভি মেরামত বা তৈরি করা হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবনের ভেতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দ্রুত বের হয়ে আসেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।