প্রধানমন্ত্রী ময়মনসিংহ সিটি কর্পোরেশন উপহার দিয়েছেন বলেই মানুষ উন্নয়ন দেখার সুযোগ পেয়েছেন- মেয়র টিটু
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞা জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী ময়মনসিংহ সিটি কর্পোরেশন উপহার দিয়েছেন বলেই আজকে এই অঞ্চলের মানুষ রাস্তাঘাট উন্নয়নের আলো দেখার সুযোগ পেয়েছেন। আর যদি সিটি কর্পোরেশন না হতো তা হলে এত সহজে এত সল্প সময়ে উন্নয়ন দেখা সম্ভব হতো না।
মেয়র টিটু আরো বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটি কর্পোরেশনে যে বরাদ্ধ দিয়েছেন সেই বরাদ্ধ মানুষের জীবনযাত্রার মান যাতে পরিবর্তন করতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রাস্তাঘাট উন্নয়নে ১১টি স্কিম বাস্তবায়িত হবে। এর ধারাবাহিকতায় নগরীর ২৪ নং ওয়ার্ডে প্রায়ে ৪ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হচ্ছে। এই অঞ্চলের মানুষ যাতে নিরাপদে চলাচল পারতে পারে তার জন্য সড়ক বাতির কাজও চলমান রয়েছে।
মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু, বুধবার ৩১ আগষ্ট ২৪ নং ওয়ার্ডে ৩টি সড়কের নির্মামকাজ উদ্বোধন কালে একথা বলেছেন।
উদ্বোধনকালে ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম সোহেল, ২২,২৩,২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, বাংলদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
৩টি সড়কের মোট দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার। ময়মনসিংহ সিটি কর্পোরেশন সড়ক উন্নয়ন, ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বোধনকৃত সড়কসমূহ হলো- ছালাকান্দি শামসুন্নাহারের বাড়ি হতে জিএম এর বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা, বয়রা বসির মাস্টারের বাড়ি হতে ফজলুল হক ডিলারের বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা এবং ফসিলের মোড় হতে পাগলা বাজার পর্যন্ত বিসি রাস্তা।