স্টাফ রিপোর্টার : আয়কর দিতে উৎসাহিত ও আয়কর দেওয়ার ভীতি দূর করতে ময়মনসিংহে সরকার ঘোষিত সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা, সনদপত্র ও ট্যাক্স কার্ড দিলেন জাতীয় রাজস্ব বোর্ড। বুধবার দুপুরে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ কর অঞ্চলের পাচঁটি জেলায় ৪২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা প্রদান করা হয়।
ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার কবির উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন, ময়মনসিংহ কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার ড. মো. সামছুল আরেফিন, ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট সাদিক হোসেন প্রমুখ।
সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিগণ ময়মনসিংহ কর অঞ্চল এর অধিনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকার ৩জন মাহবুবুল আলম, খন্দকার মাহবুল আলম, মোঃ ফজলুল হক হজন, দীর্ঘ সময় কর প্রদানকাী ২ জন ডাঃ কে.আর ইসলাম ও মোঃ মাহবুব হোসেন এবং ৪০ বছর নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মোঃ লিটন, ৪০ বছর নিচে তরুণ মহিলা সর্বোচ্চ কর প্রদানকারী হলেন জাকিয়া সুলতানা।
ময়মনসিংহ কর অঞ্চল এর অধিনে ২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকার ৩জন ত্রিশাল কাজীর শিমলা দুলাল বাড়ীর মোঃ আবু নোমান, গৌরীপুর তাঁতকুড়া’র মোঃ মোঃ মাহবুব রেজা করিম, ফুলবাড়ীয়া এলাকার জোড়বাড়ীয়া’র মোঃ লাল মাহমুদ, দীর্ঘ সময় কর প্রদানকার ২ জন মোঃ শামছুল হুদা ও মোঃ আবুল কালাম আজাদ এবং ৪০ বছর নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মোঃ আব্দুল গফুর, ৪০ বছর নিচে তরুণ মহিলা সর্বোচ্চ কর প্রদানকারী হলেন সাবরিনা ইয়াসমিন।
শেরপুর কর অঞ্চল এর অধিনে ২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকার ৩জন মোঃ বজলুর রহমান, মোঃ লুৎফর রহমান, মোঃ মোশারফ হোসনে, দীর্ঘ সময় কর প্রদানকার ২ জন মোঃ মোফাজ্জল হোসেন ও ফারুক আহমেদ এবং ৪০ বছর নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন সাইফুল নাহি জিন্নুর সাকী, ৪০ বছর নিচে তরুণ মহিলা সর্বোচ্চ কর প্রদানকারী হলেন চয়নিকা রানী পাল।
নেত্রকোনা কর অঞ্চল এর অধিনে ২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকার ৩জন ধনেশ পত্র নবীশ, অসীম কুমার সিংহ, দিপঙ্কর সরকার, দীর্ঘ সময় কর প্রদানকার ২ জন হুমায়ুন রশিদ খান পাঠান রুমেন ও মমতাজ রহমান এবং ৪০ বছর নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন এস এম মার্জান হুদা আল-আমিন, ৪০ বছর নিচে তরুণ মহিলা সর্বোচ্চ কর প্রদানকারী হলেন সুশ্রী রানী সাহা রায়।
কিশোরগঞ্জ কর অঞ্চল এর অধিনে ২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকার ৩জন মোঃ মুশফিকুর রহমান কাঞ্চন, কাজী মনিরুল হাসান, মোঃ আসাদুজ্জামান ভুঁঞা জীবন, দীর্ঘ সময় কর প্রদানকার ২ জন আবুল কাসেম এডভোকেট ও মোঃ জুলহাস উদ্দিন জীবন এবং ৪০ বছর নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মোঃ নুরুল ইসলাম, ৪০ বছর নিচে তরুণ মহিলা সর্বোচ্চ কর প্রদানকারী হলেন ডাঃ সুফিয়া খাতুন।
জামালপুর কর অঞ্চল এর অধিনে ২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকার ৩জন ফারুক আহম্মেদ চৌধুরী, মির্জা গোলাম মওলা সোহেল), মির্জা মোঃ গোলাম রব্বানী, দীর্ঘ সময় কর প্রদানকার ২ জন মোঃ জহুরুল হক ও মোঃ মঞ্জুর-উল-করিম খান এবং ৪০ বছর নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী হলেন মোঃ সোহেল, ৪০ বছর নিচে তরুণ মহিলা সর্বোচ্চ কর প্রদানকারী হলেন আফসারী জামান ফেরদৌস।