স্বজন ডেস্ক : নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে আবারও বেড়েছে বিদ্যুতের দাম। ৫ ভাগ দাম বাড়লো এবার। এই নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো বিদ্যুতের দাম বাড়ানো হলো।
যা আগামীকাল বুধবার (১ মার্চ) থেকেই তা কার্যকর হবে। গত দুই বারের মতো এবারও বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে।
এর আগে গত জানুয়ারিতে দুই দফায় বাড়ানো হয় বিদ্যুতের দাম। এটি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই ভাগে কার্যকর হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি ও ১২ জানুয়ারি প্রজ্ঞাপনে গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ করে বাড়ানো হয় বিদ্যুতের দাম।
গত ১৪ বছরে এ নিয়ে ১৩ বারের মতো গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল।