ময়মনসিংহ সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন মেয়র পদে ৭ প্রার্থী

কাউন্সিলর ১৬৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ৬৯ জন

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনকে সামনে রেখে গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৬৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের রিটানিং অফিসার ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে নির্বাচনি আচরণবিধি লংঘনের অভিযোগে ১০ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থীকে সতর্ক করা হয়েছে।
মসিক নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদ প্রার্থীরা আচরণবিধি মেনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর প্রার্থীরা যেন নির্বাচন চলাকালীন সব আচরণবিধি মেনে চলেন সেই ব্যাপারেও প্রচারণা চালানো হচ্ছে।
রিটানিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, মেয়র পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। মঙ্গলবার শেষ দিন পর্যন্ত সাতজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের ৬ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ১ জন জাতীয় পার্টির প্রার্থী।
তাদের মধ্যে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম, ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সাদেক খান মিল্কি টজু, ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র প্রয়াত মাহমুদ আল নূর তারেকের ছেলে ফারমার্জ আল নূর রাজীব, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু ও জাতীয় পার্টির শহিদুল ইসলাম স্বপন মন্ডল, মোঃ রেজাউল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, ৩৩টি ওয়ার্ডের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ৬জন, ৫নং ওযার্ডে ৬ জন, ৬নংওয়ার্ডে ৬ জন, ৭নং ওয়ার্ডে ৫ জন, ৮নং ওয়ার্ডে ৪ জন, ৯নং ওযার্ডে ৯ জন, ১০নং ওয়ার্ডে ৪ জন, ১১নং ওয়ার্ডে ২ জন, ১২নং ওয়ার্ডে ৪ জন, ১৩নং ওয়ার্ডে ৮ জন, ১৪ নং ওয়ার্ডে ৬ জন, ১৫ নং ওয়ার্ডে ৬ জন, ১৬ নং ওয়ার্ডে ২ জন, ১৭ নং ওয়ার্ডে ২ জন, ১৮ নং ওযার্ডে ৫ জন, ১৯ নং ওয়ার্ডে ৭ জন, ২০ নং ওয়ার্ডে ৩ জন, ২১ নং ওয়ার্ডে ৪ জন, ২২ নং ওয়ার্ডে ৭ জন, ২৩ নং ওয়ার্ডে ৪ জন, ২৪ নং ওয়ার্ডে ৯ জন, ২৫ নং ওয়ার্ডে ৫ জন, ২৬ নং ওয়ার্ডে ৩ জন, ২৭ নং ওয়ার্ডে ৩ জন, ২৮ নং ওয়ার্ডে ৫ জন, ২৯ নং ওয়ার্ডে ৮ জন, ৩০ নং ওয়ার্ডে ৫ জন, ৩১ নং ওয়ার্ডে ৪ জন, ৩২ নং ওয়ার্ডে ৬ জন, ৩৩ নং ওয়ার্ডে ৪ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর ওয়ার্ড- (১.২,৩) ১০ জন, ওয়ার্ড- (৪,৫,৬) ৭ জন, ওয়ার্ড- (৭,৮,৯) ৪ জন, ওয়ার্ড- (১০,১১,১২) ৫ জন, ওয়ার্ড- (১৩,১৪,১৫) ৫ জন, ওয়ার্ড- (১৬,১৭,১৮) ৭ জন, ওয়ার্ড- (১৯,২০,২১) ৪ জন, ওয়ার্ড- (২২,২৩,২৪) ৬ জন, ওয়ার্ড- (২৫,২৬,২৭) ৭ জন, ওয়ার্ড- (২৮,২৯,৩০) ৬ জন, ওয়ার্ড- (৩১,৩২,৩৩) ৮ জন।
মনোনয়নপত্র ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে। পরদিন ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
১১৩ বছরের পুরনো ময়মনসিংহ পৌরসভাকে ২০১৮ সালের ১৪ অক্টোবর সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে সরকার। ২০১৯ সালের ৫ মে প্রথম সিটি করপোরেশনের ভোট গ্রহণ হয়। এ ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন পৌরসভার সাবেক মেয়র মোঃ ইকরামুল হক টিটু। তখন কেবল সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোট হয়।
ময়মনসিংহ সিটি করপোরেশনে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯০ জন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭১ জন পুরুষ এবং ১ লাখ ৭২ হাজার ৬১০ জন নারী। এ ছাড়া হিজড়া ভোটার নয়জন। ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।