স্টাফ রিপোর্টার : তৃতীয় ধাপে অনুষ্ঠেয় আগামী ২৮ নভেম্বর শেরপুরের নকলায় ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। ২৪ অক্টোবর রবিবার বিকেলে এ তালিকা প্রকাশ করা হয়।
মনোনয়নপ্রাপ্তরা হলেন, গণপদ্দী ইউনিয়নে শামছুর রহমান আবুল (বর্তমান চেয়ারম্যান), নকলা ইউনিয়নে মো. আনিসুর রহমান সোজা (বর্তমান চেয়ারম্যান), উরফা ইউনিয়নে মুহাম্মদ মো. রেজাউল হক হীরা (বর্তমান চেয়ারম্যান), গৌড়দ্বার ইউনিয়নে মো. শওকত হোসেন খান মুকুল (বর্তমান চেয়ারম্যান), বানেশ্বর্দী ইউনিয়নে আঞ্জুমান আরা বেগম (বর্তমান জেলা পরিষদ সদস্য), পাঠাকাটা ইউনিয়নে মো. আব্দুস ছালাম (ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি), টালকী ইউনিয়নে মো. বদরুজ্জামান (বর্তমান চেয়ারম্যান), চর অষ্টধর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বনী (বর্তমান চেয়ারম্যান) ও চন্দ্রকোনা ইউনিয়নে মো. সাজু সাইদ সিদ্দিকী।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনোনয়ন বঞ্চিত উরফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুরে আলম তালুকদার ভুট্রো জানান, আওয়ামী লীগ করার কারণে বিএনপি সরকারের আমলে আমার পরিবার নানাভাবে নির্যাতিত হয়েছে। তারপরেও দল আমাকে মূল্যায়ন না করায় আমি হতাশ হয়েছি। ইউনিয়নবাসি চাইলে স্বতন্ত্র থেকে নির্বাচন করার আশাবাদ ব্যাক্ত করেছেন তিনি।
এদিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেছেন, বিগত নির্বাচনে যারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করেছিলেন জনপ্রিয়তা থাকার পরেও কেন্দীয় মনোনয়ন বোর্ড এবার তাদেরকে মনোনয়ন দেয়নি। আমরা আশা করব কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে সকলে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের প্রার্থীই পক্ষে কাজ করবেন।