শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক, নান্দাইল :
পঞ্চম ধাপে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ইউপিগুলোতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ১১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (৪ ডিসেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে তাদের নাম চূড়ান্ত করা হয়।
দলীয় মনোনয়ন প্রাপ্ত হলেন,২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নে তাছলিমা আক্তার, ৩নং নান্দাইল ইউনিয়নে মো. আনোয়ারুল হক (বর্তমান চেয়ারম্যান), ৪নং চন্ডীপাশা ইউনিয়নে মো. এমদাদুল হক ভূইয়া (তিন বারের চেয়ারম্যান)
৫নং গাংগাইল ইউনিয়নে সৈয়দ আশরাফুজ্জামান খোকন (তিন বারের চেয়ারম্যান), ৬নং রাজগাতী ইউনিয়নে শাহাদাত হোসেন টুটুন, ৭ং মুশুল্লী ইউনিয়নে মো. ইফতেকার উদ্দিন ভূঁইয়া বিপ্লব (দুই বারের চেয়ারম্যান), ৮নং সিংরইল ইউনিয়নে মোঃ ছাইদুল ইসলাম, ৯নং আচারগাঁও ইউনিয়নে একেএম মোফাজ্জল হোসেন কাইয়ুম (বর্তমানে চেয়ারম্যান),১০ নং শেরপুর ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া (বর্তমান চেয়ারম্যান), ১১নং খারুয়া ইউনিয়নে মো. কামরুল হাসনাত ভূঞা মিন্টু (বর্তমান চেয়ারম্যান) এবং ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নে মো. কামাল উদ্দিন।
আগামী ৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ তারিখ এবং ভোট গ্রহণ ৫ জানুয়ারি।