গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে আজ রোববার (২৬ ডিসেম্বর/২১) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১০টি ইউনিয়নে মোট ভোটার ২লাখ ৩২হাজার ১৭২জন। তার মধ্যে পুরুষ ভোটার ১লাখ ১৮হাজার ৩৯০জন ও মহিলা ভোটার ১লাখ ১৩হাজার ৭৮২জন। মোট ৯৯টি কেন্দ্রের ৬১৫টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০জন, সংরক্ষিত আসনে ৩০টি আসনে ১২৭জন নারী প্রার্থী ও সাধারণ ৯০টি ওয়ার্ডে ৩৯৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার সজল চন্দ্র সরকার। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ৯৯টি কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ (অধিক ঝুঁকিপূর্ণ) কেন্দ্র হিসেবে বিবেচনায় নিয়ে ৪৮টি কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও প্রত্যেকটি কেন্দ্রে ১জন সাবইন্সপেক্টর, ৫জন পুলিশ ও ১৭জন আনসার নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, ১০টি ইউনিয়নের প্রতিটিতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম থাকবে। এছাড়াও থাকবেন ৪জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিশেষ টিম। ৩জন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৩টি বিশেষ টিম, বিজিবি’র তিন প্লাটুন, র্যাবের ২টি টিম। এছাড়াও প্রতি ইউনিয়নে পুলিশের একটি মোবাইল টিম, পুলিশের ট্রাইকিং ফোর্সসহ পুরো উপজেলা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। তিনি আরো বলেন, সব শংকা-আতঙ্ক উড়িয়ে দিয়ে নিছিদ্র নিরাপত্তায় উৎসবমুখর নির্বাচন হবে গৌরীপুরে।