ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)সংবাদদাতা :
ইউপি নির্বাচনের শেষ ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ইতোমধ্যে শুরু করে দিয়েছেন প্রচার প্রচারণা। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী গত ১২ জানুয়ারী মনোনয়ন দাখিলের ছিল শেষ দিন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায় ১১ টি ইউনিয়নে ৮৮ জন চেয়ারম্যান প্রার্থী রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসেবে তাদের মনোনয়ন দাখিল করেছেন। এছাড়াও সংরক্ষিত সদস্য পদে ১শ ৪৭ জন এবং সাধারণ সদস্য পদে ৪ শ ৩৫ জন মনোনয়ন দাখিল করেছেন।
এরমধ্যে ঈশ্বরগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৩১ জন
মাইজবাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৮ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন
বড়হিত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন
তারুন্দিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৪২ জন
মগটুলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন
আঠারবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন
জাটিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১৮ জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন
সোহাগী ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন
সরিষা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৪০ জন
রাজীবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৬ জন
উচাখিলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৩১ জন দাখিল করেছেন।
এবছর উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৬৯ হাজার ৬শ’ ৮১ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৬০ জন। নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৬শ’ ২০ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন। স্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১২৩ টি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক বলেন, আগামী ১৫ জানুয়ারী মনোনয়ন পত্র বাছাই, ২২ জানুয়ারী প্রত্যাহার ও ২৩ জানুয়ারী বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করা হবে।