ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী ও গ্রেনেড হামলার শোকাবহ আগস্টকে ঘিরে মাসব্যাপী কর্মসূচী পালন করেছে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ। বুধবার বিকেলে রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী দিনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দ্বিধাবিভক্তি ভুলে একযুগ পর শোকের মাসের কর্মসূচীতে একই মঞ্চে আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ।
কয়েকভাগে বিভক্ত হয়ে পড়েছিল উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। দুইযুগ পর গত ২১ জুলাই ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষনা হয়। এতে নিরসন হয় বিভক্তির। শোকাবহ আগস্টকে ঘিরে মাসব্যাপী কর্মসূচী পালন করে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ। দ্বিধাবিভক্তি ভুলে একযুগ পর শোকের মাসের কর্মসূচীতে একই মঞ্চে জড়ো হন আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, ত্রিশালের সাবেক এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন সরকার। উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি আবুল কালাম শামছুদ্দিনের সভাপতিত্বে ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক নবী নেওয়াজ সরকার, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ ভৌমিক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক ফজলে রাব্বী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মাহমুদা খানম রুমা, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন প্রমূখ।
এর আগে ২লা আগষ্ট স্থানীয় সাংসদ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীর উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শোক দিবস পালনসহ মাসব্যাপী নানা কর্মসূচী ঘোষনা করে উপজেলা আওয়ামীলীগ।
উল্লেখ্য ২০০৯ সালে আওয়ামীলীগে ক্ষমতায় আসার পর এবারই প্রথম বিভিন্ন গ্রুপে বিভক্ত না হয়ে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিয়ে একসঙ্গে কর্মসূচী পালন করলো ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ। এরআগে প্রতিটি কর্মসূচী এক যুগে পালন হতো উপজেলা আওয়ামীলীগের একাধিক ব্যানারে।
নবনির্বাচিত উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম বলেন, দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন গ্রুপে বিভক্ত ছিলো। কমিটি ঘোষনার পর সবাই গ্রুপিং ও দ্বিধাদ্বন্ধ ভুলে একই প্লাটফর্মে একই মঞ্চে এসে দলীয় সকল কার্যক্রম ও কর্মসূচীতে অংশগ্রহন করছে। এতে বিএনপি জামায়াতের সকল নৈরাজ্য মোকাবেলায় নতুন ইমেজ সৃষ্টি হয়েছে।