
রফিক বিশ্বাস : ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন সামনে রেখে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা ও ঐক্যভাবে নির্বাচনে কাজ করার লক্ষে তারাকান্দা উপজেলা শাখা ছাত্রলীগের এক বিশেষ বর্ধিত সভা গতকাল শনিবার বিকালে স্থানীয় ভাষা সৈনিক শামছুল হক ডাকবাংলো প্রাঙ্গনে তারাকান্দ উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজাহারুল জুয়েল এর সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভা বক্তব রাখেন, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও সিনিয়র সহ-সভাপতি মেজবাউল আলম চৌধুরী রুবেল,সহ-সভাপতি মোজাম্মেলহক,গৃহায়ণ ও গনপূর্তপ্রতিমন্ত্রীর এ,পি,এস,মোঃ হাবিবুর রহমান
ও আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস।