ঈশ্বরগঞ্জের সহকারী শিক্ষক নজরুল স্যার আর নেই

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০

ঈশ্বররগঞ্জ (ময়মনসিংহ)সংবাদদাতা :
ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম (৪৫) সোমবার সকাল সাড়ে সাতটায় হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। জানা যায় তিনি ফজরের নামাজ শেষে রুটিন মাফিক প্রাতঃভ্রমন করতে রাস্তায় বের হয়েছিলেন।

এসময় তিনি হৃদ রোগে আক্রান্ত হন। পরে তাকে আশংকাজনক অবস্থায় ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরহুম নজরুল ইসলাম তিনি ইংরেজি বিষয়ের একজন সুদক্ষ শিক্ষক ছিলেন। ছাত্রজীবনে তিনি মেধার স্বাক্ষর রেখে গেছেন।

তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হয়ে বিএসসি ডিগ্রী লাভ করেন। বিভিন্ন্ সরকারী বেসরকারী চাকুরি করার পর অন্য চাকুরি ছেড়ে ২০০৫ সালে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকুরিতে যোগ দেন।

এছাড়াও তিনি সুশাসনের জন্য নাগরিক সুজনের উচাখিলা ইউনিয়ন কমিটির সহ-সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। মৃত্যুকালে মা দুই ভাই এক বোন স্ত্রী দুই মেয়ে এক ছেলে ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে ছাত্রছাত্রীসহ উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। মরহুম নজরুল ইসলাম উচাখিলা ইউনিয়নের টান মলামলামারি গ্রামের মৃত মোহাম্মদ আলীর বড় পুত্র ছিলেন।

নজরুল স্যারের মৃত্যু উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার ও সম্পাদক প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদারসহ সকল সদস্যবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।