গফরগাঁওয়ে পাঠাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রদান অনুষ্ঠান

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২১

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা :

ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন পাঠাগারে এক লাখ টাকা মূল্যের বঙ্গবন্ধু শেখ মুজিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রায় তিন শতাধিক বই প্রদান করা হয়।
এ উপলক্ষে উপজেলার শাখচূঁড়া গ্রামে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন পাঠাগারে শুক্রবার (৩ সেপ্টেম্বর)বিকালে বই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুুসলেহ উদ্দিন ফাউন্ডেশন পাঠাগারের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক সহকারি সম্পাদক ফাইজুস সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডঃ আহমেদ মুনিরুছ সালেহীন। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব সারোয়ার আহমেদ সালেহীন. উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম। বক্তব্য রাখেন কর্মসংস্থান ব্যাংকের এজিএম সাদিকুর রহমান, কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল কাদির, পাঁচবাগ ইউপির সাবেক চেয়ারম্যান আহমেদ সাইফুস সালেহীন প্রমুখ।