জারিয়া-ঝানজাইল রেলস্টেশনে পথ পাঠাগার উদ্বোধন

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২১

কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুর-পূর্বধলা এলাকার (জারিয়া-ঝানজাইল) রেলস্টেশনে পথ পাঠাগারের ১৩তম শাখা উদ্বোধন করেন সাংবাদিক ও ইতিহাস গবেষক আলী আহমেদ খান আইয়ুব। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে মো. আলাউদ্দিন মিয়ার চায়ের দোকানে এ শাখা উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রাজেশ গৌড়,কবি সজীব শাইন,সিদ্দিকুর রহমান খান,এসবি রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার,সাংবাদিক সজিব,সাংবাদিক শান্ত তালুকদার,পলাশ সাহা সহ স্থানীয় ব্যাক্তিগণ।

পথপাঠাগারের প্রতিষ্ঠাতা মো. নাজমুল হুদা সারোয়ার বলেন, দিন দিন শিক্ষার্থীদের পাঠের অভ্যাস কমে যাচ্ছে।

প্রযুক্তিনির্ভরতা,ফেসবুক আসক্তির কারণে শিক্ষার্থীরা পড়ার টেবিল থেকে দূরে সরে যাচ্ছে ক্রমাগত। আমরা চাই পথ পাঠাগারের মাধ্যমে ছাত্র শিক্ষক ও সাধারণ মানুষের মাঝে পাঠের অভ্যাস গড়ে তুলতে। পথপাঠাগারের উদ্দেশ্য হলো নতুন নতুন পাঠক তৈরি করা। সম্পূর্ণ বিনামূল্যে বই পড়ার সুযোগ সৃষ্টি করে পাঠকের হাতের নাগালে বই পৌঁছে দেয়া। দেশের বিভিন্ন অঞ্চলে এই পর্যন্ত ১৩টি শাখার শুভ উদ্বোধন করেছে পথপাঠাগার। পর্যায়ক্রমে সারা দেশে এর শাখা ছড়িয়ে দেওয়ার আশা ব্যক্ত করেণ তিনি।