ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, সাংবিধানিক মর্যাদা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সহিংসতা প্রতিরোধে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে “সম্প্রীতির পক্ষে বিশ্ববিদ্যালয় পরিবার” ব্যানারে উদ্দেশ্যমূলক ভাবে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের তীব্র নিন্দা ও প্রতিবাদে সোমবার দুপুরে ক্যাম্পাস প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লায় কোরআন অবমাননার অভিযোগে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মন্দির, মন্ডপ ও সংখ্যালঘুদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। একটি মহল উদ্দেশ্যমূলক ভাবে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদে সোমবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা মোড়ে নজরুল চত্ত্বরে আয়োজিত সম্প্রীতির পক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জল কুমার প্রধান, শিক্ষক সমিতির সভাপতি ড. এমদাদুর রাশেদ, শিক্ষক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা তপন কুমার সরকার, নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান আল জাবির, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদার, নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আসিফ ইকবাল আরিফ, ফোকোলর বিভাগের ড. মেহেদী উল্লাহ, চারুকলা বিভাগের দ্রাবিড় সৈকতসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যকলা বিভাগের শিক্ষক ইমন তোকদার।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, কবি নজরুলের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে সোচ্ছার হতে হবে। সম্প্রীতির বাংলাদেশে মসজিদে আজান হবে, মন্দিরে ঘন্টা বাজবে এটাই স্বাভাবিক। উদ্দেশ্যমূলক ভাবে যারা ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত, তাদেরকে চিহিৃত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।