মতিউর রহমান সেলিম, ত্রিশাল :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান ও সাধারণ সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস (শিলা) নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সকাল ১০টায় শুরু হয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ভোটগ্রহণ, চলে বিকেল তিনটা পর্যন্ত। ২১০টি ভোটের মধ্যে ২০৮ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। সশরীরের পাশাপাশি অনলাইনেও ভোট প্রদান করেন ভোটাররা। গত কয়েক বছরের মতো এবারও শিক্ষক সমিতির নির্বাচনে কোনো প্যানেল দেয়নি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু নীল দলের অনুসারী শিক্ষকরা দু’টি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নেয়।
রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী সাহিদুজ্জামান। এতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মো. রিয়াদ সভাপতি ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি পদে ড. সুশান্ত কুমার সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক পদে আসিফ ইকবাল আরিফ, সাংগঠনিক সম্পাদক পদে মাজহারুল হোসেন তোকদার, কোষাধ্যক্ষ পদে রিয়াজুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে তানিয়া আফরিন তন্নী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে. রফিকুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক পদে তারিফুল ইসলাম বিজয়ী হয়েছেন। সদস্য পদে নির্বাচিতরা হলেন ড. মো. আরিফুর রহমান, তন্নী সাহা, তাজ-ই-জান্নাত মিম, মাসুদুর রহমান, ড. দেবাশীষ ব্যাপারী এবং জিল্লুর রহমান পল।
প্রধান নির্বাচন কমিশনার কাজী সাহিদুজ্জামান জানান, নির্বাচন অত্যন্ত সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। ২১০টি ভোটের মধ্যে ২০৮ জন ভোটার তাদের ভোট প্রদান করেছে।