গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে শ্রী রাধা রাণীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে নরোত্তম সংঘের উদ্যোগে শনিবার (২৩ সেপ্টেম্বর/২০২৩) অনুষ্ঠানের শুরুতেই ১০৮জন রমণী কলসি নিয়ে হরিনাম সংকীর্তনের মধ্যদিয়ে সপ্তঘাটে জলবরণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, রাধা কৃপা স্তোত্র, রাধা চল্লিশা পাঠ ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। শ্রী শ্রী গোপীনাথ রাধা গোপীনাথ মন্দির আঙ্গিনায় ধর্মীয় আলোচনা করেন নরোত্তম সংঘের প্রধান পৃষ্ঠপোষক অভিরাম দাস অলক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরোত্তম সংঘের সভাপতি সুবল চন্দ্র সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ম. নুরুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কর, কালিখলা পুজা উদযাপন কমিরি সভাপতি অজিত কুমার মোদক, পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন, গোবিন্দ জিউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এস স্বপন এস, গৌরীপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি সুবির কুমার হোম চৌধুরী, সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম রায় প্রমুখ। বৃহস্পতিবার শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে চারদিন ব্যাপী এ উৎসব শুরু হয়। শুক্রবার শুভ অধিবাস এবং শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চতুস্প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।