স্বজন ডেক্স : বহু জল গড়ানোর পর অবশেষে শুরু হতে শুরু হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে আইপিএলের ১২তম আসরটি ভারতে না হয়ে অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
আজ ১৯ সেপ্টেম্বর, শনিবার রাত ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।
তবে করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে এবার হচ্ছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। থাকছে না কোনও চিয়ারগার্লও। এমনকি এবার মাঠে বসে কোনো দর্শকই খেলা দেখতে পারবেন না। সব দিক দিয়েই এবছরের আইপিএল দেখা যাবে পুরোপুরি ভিন্ন রূপে।
ম্যাচের টসের আগে আনুষ্ঠানিকভাবে আইপিএল-২০২০ উদ্বোধনের ঘোষণা দেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
মার্চে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের মহামারীর কারণে পেছাতে পেছাতে শেষ পর্যন্ত আজ শুরু শুরু হলো বিশ্বের অন্যতম দামী ফ্র্যাঞ্চাইজি লিগটি।