ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। জামাল ভুঁইয়ারা ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন তপু বর্মণ।
ম্যাচ শুরুর বাঁশি বাজার পর থেকেই দারুণ খেলে বাংলাদেশ। তবে প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পাওয়া যায়নি। দ্বিতীয়ার্ধের ১০ মিনিট না যেতেই গোল দিয়ে উল্লাসে ভাসান তপু। পুরো ম্যাচ জুড়ে বেশ কয়েকটি সুযোগ পায় বাংলাদেশ। তবে ফিনিশিংয়ের অদক্ষতায় গোলের দেখা পাওয়া যায়নি।
ম্যাচের ৫৮ শতাংশ সময় বল ছিল জামাল-তপুদের পায়ে। আক্রমণেও অনেক এগিয়ে ছিল অস্কার ব্রুজোনের শিষ্যরা। লঙ্কানদের গোলবার লক্ষ্য কড়ে ২৪টি শট নিয়েছে বাংলাদেশ, অন্যদিকে তারা নিয়েছে মাত্র ৯টি। ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন তপু।
৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন তপু বর্মণ। প্রথমার্ধে দারুণ খেলেও গোলের দেখা পায়নি। কিন্তু দ্বিতীয়ার্ধের ১০ মিনিট না যেতেই লাল সবুজের শিবিরকে উল্লাসে ভাসান ডিফেন্ডার তপু। লঙ্কানরা ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় অস্কার ব্রুজোনের শিষ্যরা। অসাধারণ স্পট কিকে বল জালে জড়াতে ভুল করেননি বসুন্ধরা কিংসে খেলা তারকা ডিফেন্ডার।