এশিয়া কাপ শুরু ২৭ অগস্ট

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২

স্বজন ডেস্ক : এশিয়া কাপ ২০২২ -এর সূচি মঙ্গলবার প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগের সূচি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট শুরু হবে ২৭ অগস্ট । আর ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুইটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে।

‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

প্রতিযোগিতার প্রথম দিন মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর দ্বিতীয় দিনই (২৮ আগস্ট) মাঠে গড়াবে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ।

এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট। এরপর দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ১ সেপ্টেম্বর।

প্রতিযোগিতার ম্যাচগুলো হবে আরব আমিরাতের— দুবাই ও শারজাহতে।

অবশ্য এবারের আসর হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সঙ্কটের কারণে সেখান থেকে টুর্নামেন্ট সরে যায় আরব আমিরাতে। তবে আয়োজনের দায়িত্বে আছে শ্রীলঙ্কাই।

 

তারিখ মুখোমুখি ভেন্যু
২৭ আগস্ট শ্রীলঙ্কা – আফগানিস্তান (গ্রুপ বি) দুবাই
২৮ আগস্ট ভারত – পাকিস্তান ( গ্রুপ এ)  দুবাই
৩০ আগস্ট বাংলাদেশ – আফগানিস্তান (গ্রুপ বি) শারজাহ
৩১ আগস্ট ভারত – বাছাইপর্ব পেরোনো দল (গ্রুপ এ) দুবাই
১ সেপ্টেম্বর শ্রীলঙ্কা – বাংলাদেশ (গ্রুপ বি) দুবাই
২ সেপ্টেম্বর পাকিস্তান – বাছাইপর্ব পেরোনো দল (গ্রুপ এ) শারজাহ
৩ সেপ্টেম্বর বি-১ বনাম বি২ (সুপার ফোর) শারজাহ
৪ সেপ্টেম্বর এ-১ বনাম এ-২ (সুপার ফোর) দুবাই
৬ সেপ্টেম্বর এ-১ বনাম বি-১ (সুপার ফোর) দুবাই
৭ সেপ্টেম্বর এ-২ বনাম বি-২ (সুপার ফোর) দুবাই
৮ সেপ্টেম্বর এ-১ বনাম বি-২ (সুপার ফোর) দুবাই
৯ সেপ্টেম্বর বি-১ বনাম বি-২ (সুপার ফোর) দুবাই
১১ সেপ্টেম্বর ফাইনাল দুবাই