ক্রীড়া ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান চ্যাম্পিয়নশিপে এএইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আকলিমা খাতুন ও স্বপ্না রানী জোড়া গোল করে দলকে বড় জয় এনে দিয়েছেন। তবে যেভাবে বাংলাদেশ আক্রমণ করে খেলেছে, তাতে গোল আরও বেশি হতে পারতো বলে মনে করছেন দলটির অভিজ্ঞ কোচ গোলাম রব্বানী ছোটন।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার ৪-০ গোলে ম্যাচ জিতলেও পুরোপুরি তৃপ্ত নন স্বাগতিকদের কোচ ছোটন। তার উপলব্ধি, হাঁটুর লিগামেন্টের চোটে খেলতে না পারা নিয়মিত অধিনায়ক শামসুন্নাহার থাকলে প্রত্যাশিত গোল পেতো দল।
ম্যাচশেষে বাংলাদেশ দলের কোচ বলেছেন, ‘লক্ষ্য ছিল জয়লাভ করা। আমরা বলেছিলাম স্বাভাবিক খেলা খেলতে পারলে সহজেই জিততে পারবো। মেয়েরা সেটা করতে পেরেছে। এই জয়ে টুর্নামেন্টে টিকে থাকলাম। পায়ে ব্যথার কারণে শামসুন্নাহার নেই। ওর লিগামেন্টে ব্যথা, তাই আজ ঝুঁকি নিইনি। ইরান ম্যাচের আগে যদি সুস্থ হয়, তবে সে খেলবে।’
‘আজ মেয়েরা প্রথম থেকেই আক্রমণাত্মক খেলেছে। সুযোগ তৈরি করেছে। গোল পেতে দেরি হয়েছে শুধু। চেষ্টা শুরু থেকেই ছিল। আমাদের অনেক সুযোগ তৈরি হয়েছে, আরও গোল হতে পারতো। শামসুন্নাহার থাকলে গোলসংখ্যা বাড়তে পারতো’, যোগ করেন তিনি।
আগামী রবিবার শক্তিশালী ইরানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষকে হারাতেই পারলেই মিলবে চূড়ান্ত পর্বের টিকিট।
ছোটন বলেন, ‘ইরান শক্তিশালী দল। আমি মনে করি, ফিফটি ফিফটি ম্যাচ হবে। যে সুযোগ কাজে লাগাবে তারাই জিতবে। এখন জয়ের জন্য খেলতে হবে।’