ক্রীড়া ডেস্ক : এই বছরের এশিয়া কাপ নিয়ে দারুণ রশি টানাটানি চলছে। পাকিস্তান চাচ্ছে তাদের মাটিতে এশিয়া কাপ আয়োজন করতে। কিন্তু সেখানে খেলতে যেতে চাচ্ছে না ভারত। তারা চাচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে হোক এশিয়া কাপ। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেক্ষেত্রে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই পদ্ধতিতে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানে।
এই পদ্ধতি বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়েছে পাকিস্তান। শুক্রবার পিসিবি জানিয়েছে, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে তাদের কোনো আপত্তি নেই। পিসিবি’র দাবি বাংলাদেশও আগেই তাদের জানিয়ে রেখেছে যে সেখানে গিয়ে খেলতে তাদের আপত্তি নেই। অন্যদিকে শ্রীলঙ্কা গরমের কথা বিবেচনা করে আরব আমিরাতে ভেন্যু বানানোর ক্ষেত্রে ভেটো দিয়েছে। তারাও পাকিস্তানে এসে খেলতে এক প্রকার রাজি।
যেহেতু ছয় দেশের প্রায় চারটি দেশ পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে সম্মতি দিয়েছে সেহেতু হাইব্রিড মডেলের প্রস্তাবটি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে পাস করিয়ে আনতে পারবে পিসিবি।
সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ। যেখানে পাকিস্তান, ভারত ও নেপাল রয়েছে ‘এ’ গ্রুপে। আর বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান আছে ‘বি’ গ্রুপে। দুই গ্রুপ থেকে সেরা চারটি দল সুপার ফোরে উত্তীর্ণ হবে।