শাহ্ আলম ভূঁইয়া, প্রধান প্রতিবেদক- নান্দাইল আঞ্চলিক অফিস:
ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশ এক অভিযাণ পরিচালনা করে একজন জিআর পলাতক মামালার আসামী, পুলিশ আইনের ৩৪ ধারা একজন এবং র্যাব-১৪ সিপিসি কিশোরগঞ্জ কর্তৃক থানায় হস্তান্তর সাপেক্ষে একজন ইয়াবা ব্যবসায়ীকে ১৯০ পিস ইয়াবাসহ মোট তিন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার ০৯ অক্টোবর দিবাগত রাতে এসআই মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন গাঙ্গাইল রোড বাজারের মৃত ফজলুল হকের পুত্র খোকন মিয়া (৪০),অরণ্যপাশা গ্রামের জালফর আলীর পুত্র মানিক মিয়া(৩৫) এবং মেরেঙ্গা গ্রামের মৃত আঃ খালেকের পুত্র রিপন মিয়া(৪৫)।
শনিবার ১০ অক্টোবর দুপুরে তাদের ময়মনসিংহ বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ।