জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) : আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ অক্টোবর রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারি কমিশনার (ভুমি) কাউছার আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফুর রহমান, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও ফয়েজ মিল্লাত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি বাবু ইন্দ্রজিৎ ধর সুভাষ, পূজা উদযাপন পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বণিক, সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত কুমার বণিক, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল চন্দ্র সূত্রধর, চরমধুয়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র শীল, নকলা প্রেসকাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমুখ।
বিশ্বব্যাপি মহামারী করোনা পরিস্থিতির কারণে আলোচনা সভায় শারদীয় দূর্গোৎসবকালীন আইন শৃংখলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে সরকারের গৃহীত পদপে নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভার সভাপতি জাহিদুর রহমান।
এসময় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদ নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ, উপজেলার ১৮টি পূজামন্ডপ কমিটির সভাপতি/সম্পাদক, পূজারীবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।