শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযুদ্ধা আমজাদ হোসেনের দাফন সম্পন্ন করা হয়েছে।
১৭ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭ টায় উপজেলা সদরের বন্ধভাটপাড়া গ্রামে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্ননিল্লাহে…রাজেউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল (৮০) বছর।
১৮ অক্টোবর রোববার দুপুর ২ টায় খৈলকুড়া রফিকের ধানের খোলায় রাষ্টীয় মর্যাদায় জানাজা সম্পন্ন করা হয়।
এ সময় ফুলের তোরা দিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান এস এম ওয়ারেছ নাঈম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ, সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহবায়ক সাইফুল ইসলাম প্রমূখ।
জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থান বন্ধভাটপাড়া গ্রামে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ৭ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।