সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ :
অফিস সহকারীর হামলায় উপজেলার উচাখিলা ইউনিয়নের কাজির বলসা দাখিল মাদ্রাসার সুপার গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে অফিসকরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগ রয়েছে।
হামলায় আহত সুপার নজরুল ইসলাম জানান, সোমবার ১২টার দিকে এবতেদায়ীর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টের কিছু খাতা মূল্যায়ন করে সহযোগিতা করার জন্য মাদ্রাসার সহকারি শিক্ষিকা শাহানা ইয়াসমিন অফিস সহকারি কাজী মাহমুদুল হাসানকে অনুরোধ করলে অফিস সহকারী অনুরোধ প্রত্যাখ্যান করেন।
কাজের ব্যস্ততা থাকায় সহকারি শিক্ষিকা শাহানা ইয়াসমিন বিষয়টি সুপারকে জানালে সুপারও অফিস সহকারিকে খাতা গুলো মূল্যায়ন করে দেয়ার নির্দেশ দেন।
এতে সে ক্ষিপ্ত হয়ে মাদ্রাসা থেকে বের হয়ে চলে যায়। কিছুক্ষণ পর অফিস সহকারি মাদ্রাসায় প্রবেশ করে সুপারের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়।
এক পর্যায়ে অফিস সহকারী কাজী মাহমুদুল হাসান চেয়ার দিয়ে সুপারের মাথায় আঘাত করে এবং অফিসে টানানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে। এসময় হামলায় মাদ্রাসা সুপার গুরুতর আহত হন।
উচাখিলা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম ও দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি কাজী আব্দুল মাজেক জানান, শুনেছি অফিস সহকারী তার ভাই মোশাররফ হোসেনের যোগ সাজশে এ হামলা চালিয়েছে। বিষয়টি দুঃখজনক ও গুরুতর অপরাধ।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন জানান, অফিস সহকারি যে ঘটনাটি ঘটিয়েছে তা একটি ফৌজধারী অপরাধ। ঘটনার সত্যতা প্রমাণিত হলে অফিস সহকারির চাকুরিচ্যুতিসহ জেল জরিমানা হতে পারে। মাদ্রাসা সুপারকে চিকিৎসা নিয়ে থানায় মামলা দায়ের করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।