স্টাফ রিপোর্টার : শীতকালিন করোনার মহামারির দ্বিতীয় ধাপ মোকাবেলায় ময়মনসিংহ মুদ্রণ শিল্প মালিক সমিতির উদ্যোগে ময়মনসিংহ নগরীতে বিনামুল্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট করেছেন।
২৩ নভেম্বর সোমবার সকালে নগরীর ছোটবাজার মুক্তিযোদ্ধা স্মরণী, জিকেএমসি সাহা রোড, দুধমহল, আমপট্ট্রি, স্বদেশী বাজার এলাকায় মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন করোনা ভাইরাস মোকাবেলায় টিকা গুরুত্বপূর্ণ, করোনা টিকা পাওয়া না যাওয়া পর্যন্ত একটি মাস্ক সেই টিকা’র কাজ করবে। তাই আমরা সবাই মাস্ক ব্যবহার করি। সামাজিক দূরত্ব বজায় রাখি। একটি মাস্ক একটি জিবনকে বাচিঁয়ে রাখতে পারে। আসুন সচেতন হই, নিজে ভালো থাকি, পরিবার ও অন্যকে ভালো রাখি।
মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি মো: গোলাম আম্বিয়া দুলাল, সহ-সভাপতি ইয়াজদানী কোরায়শী কাজল, সাধারণ সম্পাদক ফারুক খান পাঠান, সহ-সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক শ্যামল সরকার, অর্থ সম্পাদক মো: আলাউদ্দিন আকন্দ বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফুর রহমান, দপ্তর সম্পাদক মো: আ: কাইয়ূম, সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দীন আহমেদ দোলন, নির্বাহী সদস্য আলী ইউসুফ, মো: কালাম সিকদার, মো: আ: মান্নান, মো: হারুন-অর-রশিদ, মো: আরিফুর রহমান, মো: রবিউল আলম, সাধারণ সদস্য মো: রাশেদ আহমেদ প্রমুখ।