স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র মো: ইকরামুল হক টিটু বলেছেন, সুস্থ সুন্দর নাগরিক তৈরীতে মানবিক সুস্থতা অপরিহার্য।
মানসিক স্বাস্থ্য সুরায় আধুনিক পৃথিবীতে বহুবিধ পন্থা আবিস্কৃত হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সাইকোথেরাপি এন্ড কাউন্সেলিং।
গতকাল সোমবার সন্ধ্যায় শহরের হামিদ উদ্দিন রোডে মাইন্ডসেট সাইকোথেরাপি এন্ড কাউন্সেলিং সেন্টারের ময়মনসিংহ শাখার উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
মেয়র ইকরামুল হক টিটু ফিতা ও কেট কেটে মাইন্ডসেট সাইকোথেরাপি এন্ড কাউন্সেলিং সেন্টার ময়মনসিংহ শাখার উদ্বোধন ঘোষনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত মহা পরিচালক (নিবন্ধন) নারায়ণ চন্দ্র ঘোষ, জেলা রেজিষ্ট্রার মহসিন ভুইয়া, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সহ সভাপতি শেখ সালাহ উদ্দিন আহমেদ, ময়মনসিংহ প্রেসকাবের সাধারণ সম্পাদক অমিত রায়, আমোকসুর সাবেক ভিপি ও ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস, সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাইন্ডসেট সাইকোথেরাপি এন্ড কাউন্সেলিং সেন্টারের চেয়ারম্যান মনোয়ারা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ফৌজিয়া শারমীন হোসেন। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।