বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাতে বাকৃবিতে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের মানববন্ধন

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) ০৮ ডিসেম্বর ২০২০ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক শিক্ষক ফোরাম আয়োজিত এক মানববন্ধন ০৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার বেলা ১২:০০ টায় প্রশাসন ভবন সংলগ্ন করিডোরে অনুষ্ঠিত হয়।

 

গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মোঃ রকিবুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, বাংলাদেশ মাৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. ইয়াহিয়া মাহমুদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ.কে.এম. জাকির হোসেন, বাউরেস পরিচালক প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ এনামুল হক, চর ও হাওর উন্নয়ন ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ড. এম.এ.সালাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ আজহারুল হক, প্রফেসর ড. মোহাম্মদ মহির উদ্দীন, প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, প্রফেসর ড. ইসমত আরা বেগম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা সহযোগী প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম, অফিসার পরিষদের সভাপতি ও ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান কৃষিবিদ মোঃ খাইরুল আলম নান্নু, বাংলাদেশ পরমানু গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল অফিসার হারুন-অর-রশিদ প্রমুখ।

 

বক্তরা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না, বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত করে উগ্র মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশ নামক রাস্ট্রের ওপর আঘাত করেছে তাই দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলত শাস্তি দিবে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অসম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে এগিয়ে যাচ্ছেন তাতে সকলকে এগিয়ে আসতে হবে।

 

মানববন্ধন অনুষ্ঠানে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিসহ, বাংলাদেশ পরমানু গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা এবং বাংলাদেশ মাৎস্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক।