স্টাফ রিপোর্টার :
১৪ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির মাঝে ছিল স্মৃতিসৌধে পুস্পস্তবন অর্পন, নিরবতা পালন ও মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সোমবার ১৪ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর থানাঘাটস্থ শহীদ বদ্ধভুমিতে পুস্পস্তবক অর্পন করেন পর্যায়ক্রমে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান এনডিসি’র নেতৃত্বে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ ও অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া এর নেতৃত্বে রেঞ্জের পুলিশ কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামানের নেতৃত্বে পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের নেতৃত্বে বীর মুক্তযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ, কামাল পাশা, সেলিম সরকার রর্বাটসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের সচিব রাজিব সরকার এর নেতৃত্বে কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দ, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান এর নেতৃত্বে জেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।