স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও হেরোইন উদ্ধার করেছে পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
এরই অংশ হিসাবে ওসি শাহ কামালের পরিকল্পনায় শনিবার রাতে এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ বিভাগীয় নগরীর কেওয়াটখালী থেকে পাচ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করে।
তারা হলো, বলাশপুর কসাইপাড়ার সামছুদ্দিনের ছেলে মোঃ জাহাঙ্গীর ও হাসিম উদ্দিনের স্ত্রী শিরিনা বেগম। এছাড়া এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ পুরোহিত পাড়া থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলটসহ মাদক ব্যবসায়ী মঈনুল হাসান খান ওরফে রাকাতকে গ্রেফতার করে।
অপর অভিযানে এসআই দেবাশীষ সাহা রবিবার নগরীর খাগডহর থেকে আধাকেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী শারমিন আক্তারকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।