স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের র্যাবের অভিযানে বিভাগীয় নগরীর খাগডহর সিএমবি মোড় এলাকায় দেড়শত বস্তা টিসিবির মজুতকৃত চিনি জব্দ করা হয়েছে।
এ সময় একটি মোবাইল সেটসহ আঃ বারী নামের মজুতদারকে আটক করেছে র্যাব। রবিবার রাতে নগরীর খাগডহরের মেসার্স বারি স্টোর থেকে এই চিনি জব্দ করা হয়। তার বাড়ি জেলার গফরগাও।
র্যাব ময়মনসিংহের উপ অধিনায়ক মোঃ ফজলে রাব্বি জানান, আটককৃত ফজলে রাব্বি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর একজন ডিলার।
সে দীর্ঘ দিন যাবৎ টিসিবির নিয়মনীতি না মেনে নিত্য প্রয়োজনীয় টিসিবির পণ্য বেশী মুনাফা লাভের প্রত্যাশায় চিনি অবৈধভাবে মজুদ রেখে কালোবাজারি করে বিক্রয়ের উদ্দেশ্যে তার দোকানে ও গুদাম ঘরে মজুদ রেখে বাজারে চড়া মূল্যে বিক্রয় করে থাকে।
তার বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের অধীনে কোতোয়ালী মডেল থানায় মামলা করা রয়েছে।