একটি মানবিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে নোয়াম : বার্ষিক সাধারণ সভার আলোচনায় অভিমত

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

মো. আবুল কালাম আজাদ :

মঙ্গলবার নেত্রকোনা অফিসার‘স এসোসিয়েশন ময়মনসিংহ‘র নির্বাহী পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জুম সফটওয়্যারের মাধ্যমে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন নির্বাহী পরিষদের সভাপতি ও মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের।

পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কাজ শুরু হয় এবং পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভার্চুয়াল সভায় সঞ্চালক হিসেবে সকলের মধ্যে সমন্বয় সাধন করেন।

সভায় পরিষদের সহ সভাপতি সহযোগী অধ্যাপক খান সাদী হাসান সহ সাধারণ সম্পাদক ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অতিরিক্ত পুলিশ সুপার শাখের হোসেন সিদ্দিকদ্দ, নির্বাহী সদস্য মো. মুইন উদ্দিন এবং নির্বাহী পরিষদের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাটিকে প্রাণবন্ত করে তুলেন।

সভায় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং কোষাধ্যক্ষ বিদ্যুত কুমার রায় আয়-ব্যয় হিসাব সম্বলিত অডিট প্রতিবেদন উপস্থাপন করেন।

সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম কর্তৃক উপস্থাপিত বার্ষিক প্রতিবেদনে নেত্রকোনা জেলার সদ্য প্রয়াত ব্যক্তিদের আত্বার প্রতি শ্রদ্ধা নিবেদনসহ শোক প্রস্তাব গ্রহণ করার আবেদন রাখার পাশাপাশি জেলার যেসকল কৃতি ব্যক্তিত্ব বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সাধারণ সম্পাদক তাঁর উপস্থাপিত প্রতিবেদনে নোয়ামের যেসকল সদস্য নিজ নিজ দপ্তরে পদোন্নতিসহ তাঁদের কর্তব্য-কর্মে সফলতার স্বার রেখেছেন তাঁদের গল্পকথাও সুনিপুনভাবে তুলে নিয়ে আসেন।

বার্ষিক প্রতিবেদন উপস্থাপন পরবর্তী সাধারণ সম্পাদক উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য প্রদানের জন্য সবাইকে আহ্বান করলে ভার্চুয়াল সভায় যুক্ত সকল সদস্য উন্মুক্ত আলোচনা পর্বে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

উন্মুক্ত আলোচনা পর্বে সদস্যগণ নেত্রকোনা জেলার সমাজের বিভিন্ন ইতিবাচক সূচকে অবদান রাখা কৃতি ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান এবং এতদবিষয়ে নির্বাহী পরিষদের সদস্য মো. মুইন উদ্দীনকে আহ্বায়ক করে একটি উপকমিটি গঠন, নোয়ামের সকল সদস্যের পরিচিতি ও ছবি সম্বলিত প্রকাশনা তথা ডাইরেক্টরি প্রকাশ, প্রতিষ্ঠানের জন্য একটি নির্ধারিত স্থান তথা কার্যালয় প্রতিষ্ঠা, বনভোজন আয়োজন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে সময়ে সময়ে ইতিবাচক কর্মসূচী পালনসহ গেট টুগেদার আয়োজন, সকল দপ্তরের নবীন কর্মকর্তাগণকে নোয়ামে সম্পৃক্তকরণ একইসাথে তাঁদেরকে সংবর্ধনা প্রদানসহ নানাবিধ ইতিবাচক বক্তব্য উঠে আসে।

সভায় নোয়ামের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দও যুক্ত হয়ে তাদের বক্তব্য, যথাযথ নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। নোয়ামের নির্বাহী পরিষদের সভাপতি প্রফেসর মো. আবু তাহের সমাপনী বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারি সত্বেও আমরা সকলকে নিয়ে পারস্পরিক মেলবন্ধন ধরে রাখবার চেষ্টা করেছি।

জনাব তাহের দৃঢ়তার সাথে আরও বলেন, সমাজের নেতিবাচক স্রোতের বিপরীতে ইতিবাচক চিন্তা এবং কর্মে সকলের সহযোগিতায় নোয়াম একটি মানবিক প্রতিষ্ঠান হিসেবে সমাজে প্রতিষ্ঠা পাবে বলে আমি বিশ্বাস করি।

নির্বাহী পরিষদের সভায় যুক্ত হয়ে সভাকে প্রাণবন্ত করা সহ প্রতিবেদন প্রস্তুত ও প্রস্তুতে সহযোগিতা করা, অডিট প্রতিবেদন প্রস্তুত ও সহযোগিতা প্রদানসহ আলোচনায় যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের সফল বাস্তবায়নের জন্য আন্তরিকতার সাথে সকলকে মনোনিবেশ করার অনুরোধ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি প্রফেসর মো. আবু তাহের।