স্টাফ রিপোর্টার: আগামী ৪ অক্টোবর হইতে ১৭ অক্টোবর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্যাপন উপলক্ষে গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে সিভিল সার্জন কার্যালয় এর অয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন ডা: এ বি এম মশিউল আলম এর সভাপতিত্বে এবং ডেপুটি সিভিল সার্জন ডা: পরীক্ষিত কুমার পাড় এর সঞ্চালনায় অনুষ্ঠিত পরিকল্পনা সভায় জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: মো: শাহ আলম, স্বাস্থ্য বিভাগের সহকারি পরিচালক ডা: কামাল উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, ময়মনসিংহ প্রেসকাবের সাধারণ সম্পাদক অমিত রায় প্রমুখ বক্তব্য রাখেন। বিষয় বস্তুও উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন মোমেনা শিরিন। এসময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা, জেলা উপজেলা স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলার ১৩টি উপজেলার ৩ হাজার ৬শত ৯৪টি টিকাদান কেন্দ্রে ০৬-১১ মাস বয়সী ৮৪,৮২৯ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৭,৬০,৪০৪ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এতে স্বেচ্ছাসেবক ৭৩৮৮ জন, প্রথম সারির সুপারভাইজার ৪৫১ জন, দ্বিতীয় সারির সুপারভাইজার ১৪৯ জন কাজ করবেন।