ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ঈশ্বরগঞ্জে সু-শাসনের জন্য নাগরিক সুজনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার শৈলী কিন্ডার গার্টেনে সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট ঈশ্বরগঞ্জ উপজেলা সুজন কমিটি গঠন করা হয়েছে।
এসময় সুজনের জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন এলাকা সমন্বয়কারী এ.এন.এম. নাজমুল হোসাইন। কমিটির কার্যনির্বাহী নবনির্বাচিত কর্মকর্তারা হলেন সভাপতি সাইফুল ইমলাম তালুকদার, সহ-সভাপতি রতন ভৌমিক, অধ্যাপক মানিক চন্দ্র দেবনাথ, ইছমতারা বেগম, সম্পাদক অধ্যাপক নীলকন্ঠ আইচ মজুমদার, যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রাজু, জামাল আহাম্মেদ, সম্পা কৈরী, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান।
কমিটির সদস্যরা হলেন মুক্তা কৈরী, বায়জীদ আলম, আব্দুল্লাহ আল মামুন, রোকসানা আক্তার, আব্দুস সামাদ শিমুল, উবায়দুল্লাহ রুমি, মো. আনোয়ারুল হক, ডা. রাজেশ চক্রবর্তী (পার্থ), সাহীনারা বেগম, মোশাররফ হোসেন, ফারুক হোসেন, আব্দুল্লাহ আল নোমান,রাজীব গৌড়, প্রদীপ মিত্র, নুশরাত জাহান, হোসাইন মুহাম্মদ তারেক, শিপ্রা কুর্মী, জয় কুমার ঘোষ, অনামিকা সরকার জুঁই, জান্নাতুল ফেরদৌস, সুমি রানী দে, দিলসাদ আক্তার স্বর্ণা। ১৩ সদস্য উপদেষ্ঠা কমিটিতে রয়েছেন আব্দুল আউয়াল, হাসিম উদ্দিন আহম্মেদ, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান, ডা. নুরুল ইসলাম তালুকদার, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন কামাল, ফেরদৌস কোরাইশী টিটু, ফারুক ইফতেখার সুমন, মো. সেলিম, মনি লাল বনিক, আতাউর রহমান, রুহুল আমীন রিপন ও মো. উমর ফারুক।