গফরগাঁও ( ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে মুৃজিব শতবর্ষ উপলক্ষে সৃজনশীল কাজে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গফরগাঁও প্রেসকাব মিলনায়তনে গফরগাঁও কমিউনিটি নেটওয়ার্ক নামে একটি অনলাইন ভিত্তিক সংগঠন এই পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজনের করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও পৌরসভার মেয়র এসএম ইকবাল হোসেন সুমন। গফরগাঁও প্রেসকাবের সাবেক সভাপতি, সূর্যসারথি খেলাঘর আসরের সভাপতি অধ্যক্ষ শফিকুল কাদিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গফরগাঁও থিয়েটারের সাধারন সম্পাদক সুলতান আহমেদ, গফরগাঁও প্রেসকাবের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ মোঃ আওরঙ্গ হেলাল, গফরগাঁও প্রেসকাবের সাবেক সাধারন সম্পাদক নাজমুল হক বিপ্লব, শফিউল আলম মারুফ, মুক্তপায়রা খেলাঘর আসরের সাধারন সম্পাদক শেখ আব্দুল আওয়াল, আপন সংগীত একাডেমীর পরিচালক ফাতেমা আক্তার বৃষ্টি, শিকদার সঙ্গীত একাডেমীর পরিচালক জাহাঙ্গীর হোসেন, গফরগাঁও কমিউনিটি নেটওয়ার্কের এডমিন আশরাফুল ইসলাম আপেল প্রমুখ।
মুজিব শতবর্ষ উপলক্ষে গফরগাঁও কমিউনিটি নেটওয়ার্ক উপজেলার শিক্ষাথীদের মধ্যে অনলাইন ভিত্তিক ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, সঙ্গীত , হামদ ও নাত, রচনা , সঙ্গীত, আবৃত্তি, বুক রিভিও প্রতিযোগিতার আয়োজন করে। বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মেমোরিয়াল ট্রাষ্ট ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ মোঃ মাজহারুল ইসলাম কামালের পৃষ্ঠপোষকতায় বিজয়ী ৩০ জনকে পুরস্কার প্রদান করা হয়।