ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)সংবাদদাতা :
ঈশ্বরগঞ্জে প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীনে পাটচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পাট অধিদপ্তরের আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের পরিচালক (যগ্ম-সচিব) এনায়েত উল্লাহ খান ইউছুফ জী।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মিজান উদ্দিন, প্রেসকাবের সভাপতি প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, সাধারণ সম্পাদক আতাউর রহমান, পাট উন্নয়ন অফিসার আজমত আলী আকন্দ, পাট উন্নয়ন সহকারী আবুল কালাম, উপ-সহকারী পাট কর্মকর্তা শামীম আহমেদ প্রমুখ।