শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল আঞ্চলিক অফিস :
ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রানা মিয়া(২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ মার্চ) বিকেলে নিজেদের পানের বরজে পাম্প দিয়ে পানি দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত মো.রানা মিয়া শেরপুর ইউনিয়নের পূর্ব রাজাবাড়িয়া টিক্কিয়ার চর গ্রামের সুনু মিয়ার ছেলে।
স্হানীয় প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানান,শনিবার দুপুরে পানের বরজে পানি দিতে যায় রানা। বিকেলে পানের বরজে লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর জানায় প্রতিবেশী একজন। তারপর দ্রুত চিকিৎসার জন্য নান্দাইল উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডা.মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া জানান, বাড়ি থেকে একটু দূরে তাদের পানের বরজ রয়েছে,পাশের খাল থেকে পাম্প দিয়ে বরজে পানি দিতে গিয়ে পাম্পের বৈদ্যুতিক সংযোগ ছেঁড়া তার পায়ের নিচের অংশে লেগে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রানা মিয়ার।